কুমিল্লায় জাতীয় লেখক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

img

নুরিবিডি ডেস্ক :  ১২ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৩টায় কুমিল্লা মহানগরীর চকবাজারস্থ সাওতুল কোরআন হিফয মাদরাসায় স্থানীয় আলেম-উলামা, লেখক ও শিল্পীদের সাথে জাতীয় লেখক পরিষদ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্ষুদে ছাত্র আবু সাঈদ-এর কোরআন তিলাওয়াত ও রংধনুর শিল্পী সৈয়দ আল হাসান ও ওমর ফারুক পাহাড়পুরীর নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় লেখক পরিষদের জয়েন্ট সেক্রেটারী ও জেলা সমন্বয়ক হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ।

তরুণ লেখক মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ’র সঞ্চালনা ও হাফেজ ক্বারী হুমায়ুন কবির পাহাড়পুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি, এশিয়ান ইউনিভার্সিটির লেকচারার ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ শামছুল হুদা, সহ-সভাপতি মুফতী শায়খ মুহাম্মাদ উসমান গনী, সেক্রেটারী মাওলানা আবদুল গাফফার, লেখক-গবেষক মাওলানা এনামুল হক মাসঊদ,কুমিল্লা জেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আমিনুল্লাহ, জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম এর মুহাদ্দিস মুফতী তাওহীদুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা এনাম বিন ইবরাহীম, আলেম লেখক মুফতী নুর মুহাম্মদ, বিশিষ্ট রাকী মাওলানা নুরুল হাসান, হাফেজ আবু জাফর সালেহ,লেখক-সংগঠক মাওলানা এহসানুল হক মুনঈম, আল ফারুক লাইব্রেরির প্রোপাইটর ইসমাইল বিন ফারুক, মুফতী মাইনুল হাসান, মাওলানা হাবিবুর রহমান সহ কুমিল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জাতীয় লেখক পরিষদের কাজকে সম্প্রসারিত করার লক্ষ্যে ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে বিশিষ্ট লেখক-গবেষক মুফতী তাওহীদুল ইসলামকে আহবায়ক, মাওলানা বায়েজিদ হোসেনকে যুগ্ন আহবায়ক ও মাওলানা হাবিবুল্লাহ মিসবাহকে সদস্য সচিব ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আগত সবাই জাতীয় লেখক পরিষদের কাজের সাথে একাত্মতা পোষণ করে লেখালেখির কাজকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।  

সবশেষে ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম-খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুনের দুআর মাধ্যমে বিকেল ৫টা ৩০ মিনিটে মতবিনিময় সভা শেষ হয়।