নুরবিডি ডটকম : নিজস্ব সংবাদদাতা : ৮ জানুয়ারি'২১ শুক্রবার পুষ্পকানন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে নির্ধারিত কর্মী ভাইদের নিয়ে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ ইসমাঈল খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু।
শাখা সেক্রেটারি মুহাম্মদ আবু সালেহ'র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের সাবেক সেক্রেটারি মাওলানা কাজী জহিরুল ইসলাম, বায়তুলমাল ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, অফিস ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, ছাত্রকল্যাণ ও সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দীন আত্তার, মুহাম্মদ ইবরাহীম খন্দকার, সাবেক শাবিপ্রবি সভাপতি খসরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা সভাপতি মুশফিকুস সালেহীন, সেক্রেটারি খালিদ শাহরিয়ার সিয়াম, উত্তরখান থানা সেক্রেটারি আবু সায়েম।
রিপোর্ট : মিনহাজ উদ্দীন আত্তার