কক্সবাজার প্রতিনিধি: রামু ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়ায় নবপ্রতিষ্ঠিত ইসলামিক মডেল হিফজ মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ( শনিবার) সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামেয়া দারুল উলুম চাকমারকুলের শিক্ষক, উম্মাহাতুল মু'মিনীন( র.) বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলার শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননায় ভূষিত মুহাম্মদ নাসির উদ্দিন।
তিনি বলেন, আলোকিত সমাজ গড়তে আলোকিত মানুষ প্রয়োজন। আর আলোকিত মানুষ গড়ার জন্য ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই। তাই বৃহত্তর পশ্চিম মেরংলোয়ার কোমলমতি শিশুদের মাঝে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে তা এলাকাবাসীর জন্য বড়ই পাওয়া। এ হিফজ মাদ্রাসাটি বৃহত্তর এলাকায় দীর্ঘ সময় ধরে একটি দ্বীনি শিক্ষালয়ের যে অভাব ছিল তা পূরণ করেছে। তিনি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে এলাকাবাসীকেও এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুসলেহ উদ্দিন।
এলাকাবাসী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক, সাবেক মেম্বার কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের সিনিয়র ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, সাবেক মেম্বার নুরুল আবছার, বিশিষ্ট আলেম মাওলানা মঈন উদ্দিন, দক্ষিণ মিঠাছড়ি চাইল্যাতলী রশিদিয়া মাদ্রাসার মাওলানা রহমত উল্লাহ, লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক, তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ইসলামিক ফাউন্ডেশন সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার মাওলানা হাফেজ আবুল ফয়েজ, সংবাদকর্মী শওকত ইসলাম, উম্মাহাতুল মু'মিনীন বালিকা মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ ইব্রাহীম, ইসলামিক ফাউন্ডশন রামু উপজেলার কেয়ারটেকার মাওলানা আবু বকর ছিদ্দিক, অভিভাবকদের পক্ষে রফিকুল ইসলাম, শিক্ষক মাওলানা ইমাম হাসান প্রমুখ। অনুষ্ঠানে কোমলমতি ছাত্র-ছাত্রীদের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, হাদীস শরীফ, কালেমা, মাসায়েল, হামদ-নাত, ইসলামী সঙ্গীত শুনে অতিথিবৃন্দ অভিভূত হন।
উল্লেখ্য, গত ২২ জুন থেকে ভর্তি কার্যক্রম শুরু করার মধ্যদিয়ে এ মাদ্রাসার অভিযাত্রা শুরু হয়। পাঠদান শুরু হয় গত ১ জুলাই থেকে। প্রতিষ্ঠার মাত্র তিন মাসের মধ্যেই এ ইসলামী শিক্ষাকেন্দ্র পড়া-লেখা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশংসনীয় মানে উন্নীত হয়েছে আলহামদুলিল্লাহ।