জাতিসংঘে আইসিডি বার্ষিক সম্মেলনের ২দিনে বক্তারাঃ শান্তির ধর্ম ইসলামে নিম্নতর কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুমতি নেই

img

নিউইয়র্ক থেকেঃ নিউইয়র্কের জাতিসংঘে একাডেমি ফর কালচারাল ডিপ্লোম্যাসী আয়োজিত বার্ষিক সম্মেলনের ২য় দিনে বক্তারা বলেন,ইসলাম শান্তির ধর্ম এবং শান্তির ধর্ম ইসলামে অশান্তি সৃষ্টির জন্য কোন প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয়নি।তাই যারা ইসলামোফুবিয়ার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন, তারা কখনো মুসলমান হতে পারে না। ইন্সটিটিউট ফর কালচারাল ডিপ্লোম্যাসীর ডাইরেক্টর জেনারেল মিস্টার মার্ক ডনফ্রিড এর সঞ্চালনায় চীফ গেস্ট ছিলেন জাতিসংঘে হাঙ্গেরিয়ান এর স্থায়ী প্রতিনিধি কাতালিন বুগউ। কীনোট স্পীকার ছিলেন জমিয়তে উলামা ইউ,কের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, ড.জ্যাসিকা লিতওয়াক,কলম্বিয়া ইউনিভার্সিটি প্রফেসর ভালকীর বার্গান। জমিয়ত নেতা মাওলানা শুয়াইব আহমদ বলেন, ইসলামের নামে বিশ্বের বিভিন্ন দেশে যারা মানুষকে অহেতুক হত্যা করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে দাঙ্গা বাজানোর চেষ্টা করছে,তারা কখনো মুসলমান হতে পারে না। চার দিন ব্যাপী এই সিম্পেজিয়ামের দ্বিতীয় দিনে প্রোগ্রাম শুরু হয় সকাল দশটায় এবং বিভিন্ন ভ্যানুতে অনুষ্ঠিত হয়ে শেষ হয় রাত নয়টায়।বিভিন্ন দেশ থেকে আগত প্রায় শত ডেলিগেটরা এতে অংশগ্রহণ করেন।বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পদায়ের পারস্পরিক সম্পর্ক মানবাধিকার ও বহুমাত্রিক উন্নয়নের উপর জাতিসংঘ, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের নতুন নেতৃত্বের প্রভাব শীর্ষক এ কনফারেন্সে বিশেষ প্রতিনিধি হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি গণ, বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে জাতিসংঘের ইনষ্টিটিউট ফর কালচারাল ডিপ্লোম্যাসি বিভাগের বার্ষিক আন্তর্জাতিক এ কনফারেন্সে জাতিসংঘের নিউইয়র্কে অবস্হিত সদর দপ্তরে সম্মেলন গত ১৯শে সেপ্টেম্বর থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত এই কনফারেন্স চলে।