হায়রে মিডিয়া- ------------

img

এম আব্দুল্লাহ

ধরুন দিন দুয়েক আগে বিশ্বের কোথাও আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতা হয়ে গেছে । সে প্রতিযোগিতায় 89 টি দেশের প্রতিযোগিদের ডিঙিয়ে বাংলাদেশের একজন কিশোর শিল্পী চ্যাম্পিয়ন হয়ে গেছেন। সেই 'মহা অর্জন' নিয়ে বাংলাদেশের মিডিয়া এখন কি করতো? পত্রিকাগুলোর প্রথম পাতায় কয় কলামে স্থান পেত খবরটি? ভেতরে পৃষ্ঠাজুড়ে কি ওই শিল্পীর নানা পোজের, পুরস্কার গ্রহণ, তার মা-বাবা, ওস্তাদ, ঘর-দুয়ারের ছবি ও ফিচার দিয়ে বিশেষ আয়োজন থাকতো না? প্রধানমন্ত্রী তাকে ফোন করেছেন এমন একটি খবরও কি বিশেষ মর্যাদা পেত না? টেলিভিশনগুলোইবা কি করতো তা এক বার ভেবেছেন? ওই সঙ্গীত শিল্পী কখন দেশে ফিরছে এবং দেশে ফেরার পর এয়ারপোর্টে সাক্ষাত্কার গ্রহণের জন্য হুমড়ি খাওয়া, চ্যানেলে চ্যানেলে লাইভ কি দেখা যেত না? কোন চ্যানেল আগে ওই শিল্পীকে লাইভ টক শোতে হাজির করে বিশ্ব জয়ের অজানা গল্প জাতিকে জানাবে সেই কম্পিটিশনে বেহুঁশ হয়ে যেত না? 'সুরের বিশ্ব সম্রাট' বিশেষণটি পেতেও কি বিলম্ব হতো? সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা নাই বা বললাম ।
কিন্তু আমরা কি দেখলাম । দুবাইতে অনুষ্ঠিত 21তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তেরো বছর বয়সী কিশোর তরিকুল ইসলাম 89টি দেশের প্রতিযোগিকে পরাস্ত করে বিশ্ব চ্যাম্পিয়ন হলো। সেই খবরটি মিডিয়ায় কোথায় স্থান পেল? শীর্ষ দৈনিক প্রথম আলো খবরটি স্থান দিয়েছে আজ চতুর্থ পৃষ্ঠায়, সিঙ্গেল কলামে । তাও নিজস্ব প্রতিবেদন নয়, 'বিদেশী গণমাধ্যমের খবর' ক্যাটাগরিতে গালফ নিউজের প্রতিবেদনের তর্জমার সঙ্গে হাফ কলামের একটি সাদা কালো পোট্রেট ছবি দিয়ে । নয়াদিগন্তও এমন একটি খবরের জন্য প্রথম বা শেষ পৃষ্ঠায় দুই কলামের একটি স্পেস বরাদ্দ করতে পারলো না । তৃতীয় পৃষ্ঠায় দেড় কলামে পুরস্কার গ্রহণের ছবিসহ নিজস্ব রিপোর্ট করেছে পত্রিকাটি। প্রচার সংখ্যায় শীর্ষ স্থানের দাবিদার বাংলাদেশ প্রতিদিন এ নিয়ে কোনো খবরই দেয়নি । যুগান্তর তুলনামূলক ভালো গুরুত্ব দিয়ে শেষ পৃষ্ঠায় এক কলামে শিরোনাম করেছে 'বাংলাদেশী কিশোর হাফেজের বিশ্ব জয় '। শীর্ষস্থানীয় অন্যান্য দৈনিকের ট্রিটমেন্টও দায়সারা । অনেকের কাছে তরিকুলের অর্জনটি খবরের মর্যাদাই পায়নি । দু একটি অনলাইন গুরুত্ব দিলেও অনেকেই কপি পেষ্ট করে দায় সেরেছে ।
বাংলাদেশী মূদ্রায় পঞ্চান্ন লাখ টাকা সমমূল্যের পুরস্কার জয়ী তরিকুলের বাংলাদেশে ফেরার সময় দুবাই এয়ারপোর্টের একটি ভিডিও দেখলাম ফেবুতে। সঙ্গে সম্ভবত তার শিক্ষক । সেখানে দায়িত্বরত বাংলাদেশ মিশনের কোন কর্মকর্তার সময় হয়নি এই বিশ্ব চ্যাম্পিয়ন কোরআনে হাফেজকে সি অফ করে উত্সাহ যোগানোর । প্রধানমন্ত্রীর ফোন করা তো কল্পনার ফানুস ওড়ানোর মত ব্যাপার । 
তবুও তরিকুলের জন্যে আমাদের অপরিমেয় শুভেচ্ছা ও শুভকামনা । কোরআন নাজিলের মাসে কোরআনের সুর দিয়ে বিশ্ব জয়ের জন্য তোমাকে অভিবাদন । বন্ধুরা, আসুন তার জন্য আমরা একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করি ।

মহাসচিব

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে)